দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও তার এই ফিফটি লন্ডন স্পিরিটের কোনো কাজে আসেনি। ম্যানচেস্টারের কাছে ১০ রানে হেরেছে ফ্রাঞ্চাইজিটি। দল জেতাতে না পারলেও ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলিকে পেছনে ফেলার আনন্দ ছুঁয়ে যাচ্ছে ওয়ার্নারকে।
বিরাট কোহলি ও রোহিত শর্মার দৃষ্টি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। বৈশ্বিক এ আসরে খেলার জন্যই টেস্ট ও টি-টোয়েন্টিকে গুডবাই জানিয়ে দিয়েছেন এই দুই সুপারস্টার। দুজনের সেই ইচ্ছা পূরণ হবে কি না, তা নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মনে করেন কোহলি
বরাবরই টেস্টের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আরও একবার ক্রিকেটের আদি সংস্করণের প্রতি অগাধ সম্মান দেখালেন এই তারকা ব্যাটার। তার মতে, আইপিএলের শিরোপা জেতার মুহূর্ত টেস্টের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে।
অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। সেই ২০০৮ সালে শুরু। এরপর গত ১৭ মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন বিরাট কোহলি। এর আগে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তার।